সিলেট প্রতিনিধি:: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, মাদকমুক্ত দেশ গড়তে হলে নিজের ঘর থেকে আন্দোলন শুরু করতে হবে। যত দিন যাচ্ছে প্রতিটি পরিবারে মাদক ঢুকে যাচ্ছে। তাই সবাইকে পারিবারিকভাবে সচেতন হতে হবে। দেশের প্রতিটি ঘরে ঘরে আন্দোলন গড়ে তুললেই মাদকমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, মাদকমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলাবাহীনিও জিরো টলারেন্সে আছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় আমরা মাদকমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো। ''মাদকমুক্ত দেশ গড়ুন,দেশ গড়তে কাজ করুন" এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে আজ রবিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে অনুষ্টিত মানস সিলেট জেলা ও বিশ্বনাথ -ওসমানী নগর উপজেলা শাখার উদ্যোগে এক মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। মানস সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরীর সভাপতিত্বে ও আয়েশা মুন্নীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ,বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: